ই ইউ-র বাণিজ্য বিষয়ক অধিকর্তা পিটার্ ম্যান্ডেলসন্ ৩০ আগস্ট ইউরোপীয় সংসদের বাণিজ্য কমিশনে ভাষণ দেয়ার সময়ে ই ইউ সদস্যদেশগুলোর উদ্দেশ্যে তার প্রস্তাব গ্রহণ করার তাগিদ করেছেন, যাতে বর্তমানে ইউরোপের বিভিন্ন পোতাশ্রয়ে চীনের বস্ত্র ই ইউ-র বাজারে প্রবেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যদি চীনের বস্ত্র সময়োচিতভাবে ই ইউ-র বাজারে প্রবেশ করতে না পারে তাহলে ই ইউ-র পণ্যভোগীরা শরতকাল ও শীতকালের পোশাকের অভাব ও অতিরিক্ত দামের সম্মুখীন হবেন। ই ইউ-র ছোট আকারের খুচরো বিক্রির ব্যবসায়ীরাও বিপুল প্রভাবিত হবে।
|