চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ৩০ আগস্ট পেইচিংয়ে সফররত জাতি সংঘ শিশু তহবিল সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান মাদাম আন ভেনেমানের সঙ্গে সাক্ষাতকালে বলেছেন , চীন সরকার শিশু তহবিল সংস্থার সঙ্গে সহযোগিতা আরো জোরদার করবে এবং এশিয়া তথা গোটা পৃথিবীর শিশু ব্রতের উন্নয়নে অবদান রাখবে ।
উ ই আরো বলেছেন , আর্থ-সামাজিক উন্নয়নে চীনের ভারসাম্যহীনতা , শহর ও পল্লী অঞ্চল আর বিভিন্ন জায়গার মধ্যে ব্যবধান আর দারিদ্র্য চীনের নারী ও শিশু ব্রত প্রসারের পথে নেতিবাচক উপাদান । চীন সরকার এই ব্রতকে বেশী গুরুত্ব দেয় এবং এই ক্ষেত্রের বড় সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে । চীন আশা করে এই ক্ষেত্রে জাতি সংঘ শিশু তহবিল সংস্থাসহ আন্তর্জাতিক সমাজের সমর্থন ও সাহায্য পাবে ।
মাদাম ভেনেমান বলেছেন , জাতি সংঘ তহবিল সংস্থা নারী ও শিশু ব্রতে চীনের সঙ্গে সহযোগিতা করবে ।
|