২৯ আগস্ট 'কাটরিনা' নামক ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে আঘাত হেনেছে। এ পযর্ন্ত প্রায় এক শো লোক প্রাণ হারিয়েছে, বিদ্যুত সরবরাহ বিছিন্ন হওয়ায় ১০ লক্ষেরও বেশী লোকের জীবনে বিভীষিকা নেমে আসে। ৩০ আগস্ট মিসিসিপি অংগরাজ্যের একজন সরকারী কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কেবল এই অংগরাজ্যের মেকসিকো উপসাগরের উপকূলীয় এলাকায় সম্ভবত প্রায় ১০০ প্রাণ হারিয়েছেন।
২৯ আগস্ট প্রকাশিত একটি বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জজ ডাবলিও বুশ লুজিয়ানা, মিসিসিপি এবং আলবামা এ তিনটি অংগরাজ্যকে গুরুতর দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছেন।
অনুমান করা হচ্ছে , এবারকার ঘূর্ণিঝড়ে হয়তো ২৬০০ কোটি মার্কিন ডর্লারের বীমার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবার্ধিক আর্থিক ক্ষতিসম্পন্ন প্রাকৃতিক দুর্যোগ।
|