তিন দিনব্যাপী জাতি সংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলন ৩১ আগস্ট পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে পেইচিং-যোগ-দশ ঘোষণা গৃহীত হয়েছে।
ঘোষণায় সমতা, উন্নয়ন ও শান্তি বাস্তবায়নে নারীদের ভূমিকা ও বিরাট অবদানের উচ্চ মূল্যায়ন করা হয়েছে। ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে, চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত পেইচিং ঘোষণা ও এ্যাকশন পরিকল্পনা হচ্ছে নারীদের উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়নের জন্যে উপদেশক দলিল। ঘোষণায় আরো বলা হয়েছে, আরো কার্যকরভাবে এ্যাকশন পরিকল্পনা সম্পাদন দ্রুততর করতে হবে।
ঘোষণায় বলা হয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে সব ধরণের বৈষম্য আরো দূর করতে হবে। পুরোপুরি ও সমানভাবে রাজনীতি, অর্থনীতি ও সামাজিক নীতি নির্ধারনের ক্ষেত্রে নারীদের অধিষ্ঠান সুনিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক কাঠামোয় যার যার দেশের বাস্তব অবস্থা অনুসারে নারী ব্রত উন্নয়নের পথ বেছে নেওয়ার ব্যাপারে বিভিন্ন দেশকে সম্মান করতে হবে।
|