চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও ওশেনিয়া বিভাগের পরিচালক হো ইয়াফেই ৩০ আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, একপক্ষীয়ভাবে চীনের পণ্য রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা সার্বিকভাবে চীন-মার্কিন বাণিজ্য ঘাটতি সমস্যা নিষ্পত্তি করবে না। চীন-মার্কিন বাণিজ্য সহযোগিতার সম্প্রসারণ হচ্ছে সমস্যা সমাধানের নিখাদ উপায়।
যুক্তরাষ্ট্র, ক্যানাডা এবং মেক্সিকোর আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখিত তিনটি দেশে রাষ্ট্রীয় সফর করবেন এবং নিউইয়র্কে জাতি সংঘের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিতব্য শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
চীন-মার্কিন বাণিজ্য ঘটিতি সম্পর্কিত পশ্নের উত্তর দেয়ার সময় হো ইয়াফেই বলেছেন, চীন দীর্ঘস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাণিজ্যিক উদ্বৃত্ত চায় না। চীন শুধু আশা করে যে, দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্যমূলক হবে। চীন যুক্তরাষ্ট্র থেকে পন্য আমদানী বাড়াতে ইচ্ছুক। সঙ্গে সঙ্গে চীনও আশা করে, যুক্তরাষ্ট্র চীন থেকে পণ্যদ্রব্য, বিশেষ করে উন্নত প্রযুক্তি পণ্যের উপরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে।
|