উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিচ্ছিন্ন পরিবার-পরিজনদের জন্যে মাউনট গেউমগাং মিলন কেন্দ্রের নির্মাণ কাজ ৩১ আগস্ট উত্তর কোরিয়ার মাউনট গেউমগাংয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে বিচ্ছিন্ন পরিবার-পরিজনের মিলনের জন্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই সরকারের যৌথ নির্মাণ প্রকল্প।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেড-ক্রস সোসাইটির কর্মকর্তারা এবং বিভক্ত পরিবার-পরিজনের সদস্যরাসহ ৫৩০ জনেরও বেশী ব্যক্তি প্রকল্প নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে কাজে অংশ নিয়েছেন।
২০০০ সালের জুন মাসে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা পিয়ং ইয়ং-এ ঐতিহাসিক শীর্ষ বৈঠক আয়োজন করেছিলেন, তার দু'মাস পর, উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিচ্ছিন্ন পরিবার পরিজন প্রথমবারের মতো মিলিত হবার সুযোগ পান।
|