ইরাকী সুন্নী সম্প্রদায়ের রাজনৈতিক গোষ্ঠী ৩০ আগস্ট আবার জোর দিয়ে বলেছে, তারা খসড়া সংবিধান নিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য গণ-ভোটে খসড়াটির বিপক্ষে ভোট দেবে।
কয়েকটি সুন্নী রাজনৈতিক গোষ্ঠী নিয়ে গঠিত ইরাকী সুন্নী সম্প্রদায়ের জাতীয় সম্মেলনের মুখপাত্র আদনান আল-দুলাইমি একই দিন ইরাকে মার্কিন রাষ্ট্রদূত জালমেই খালিলজাতের সঙ্গে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন, নতুন সংবিধানের খসড়ায় ইরাকের জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় নি। সুন্নী সম্প্রদায় চেষ্টা করবে। গণ-ভোটে খসড়াটি যাতে গৃহীত না হয়, তার জন্যে যথাসাধ্য।
কিন্তু খালিলজাদ ইরাকের বিভিন্ন গোষ্ঠীদের উদ্দেশ্যে আরো বেশী সংলাপ করার আহ্বান জানিয়েছেন।
|