দু'দিনব্যাপী স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ৩০ আগস্ট একমত হয়েছেন যে, দু'পক্ষ সন্ত্রাস দমন ও মাদক পাচার রোধ ইত্যাদি ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থা নেবে।
ভারত ও পাকিস্তানের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল নয়াদিল্লীতে অনুষ্ঠিত একটি বৈঠকে যোগ দিয়েছে এবং সন্ত্রাস দমন, মাদক পাচার রোধ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি ক্ষেত্রে আলোচনা করেছে। বৈঠকের পর দু'পক্ষ একটি যৌথ বিবৃতিতে বলেছে, বৈঠককালে দু'পক্ষ সন্ত্রাস দমনের দৃঢ় অঙ্গীকার আবার ঘোষণা করেছে এবং এই হুমকি নির্মূল করার ব্যাপারে গুরুত্বারোপ করেছে। তাছাড়া দু'পক্ষ পারস্পরের হাতে বন্দী জেলে ও বেসামরিক লোকজনকে মুক্তি দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছে।
|