৩০ আগষ্ট চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় বলেছে , চীনা জনগণের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ আর বিশ্ব ফ্যাসিবাদ প্রতিরোধ যুদ্ধে বিজয়ের ৬০তম বার্ষিকীর স্মৃতিচারণ অনুষ্ঠানমালার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
প্রধান প্রধান স্মৃতিচারণ অনুষ্ঠান ২ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান , গণ বীর স্মৃতি স্তম্ভে পুষ্প-স্তবক অর্পন আর স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি । দেশবিদেশের দেশপ্রেমিক, জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের কমান্ডাররা ও তাদের পরিবার-পরিজন আর আন্তর্জাতিক বন্ধুসহ মোট দেড় হাজার লোক আমন্ত্রিত অতিথি হিসেবে এই সব স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন ।
১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপানী সরকার আত্মসমর্পন পত্রে স্বাক্ষর করে । সেই দিন বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিজয় দিবস । ৩ সেপ্টেম্বর হলো চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের বিজয় দিবস ।
|