রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ২৯ আগস্ট রাশিয়ার দক্ষিণাঞ্চলের সোছি শহরে বলেছেন, সন্ত্রাস দমনের প্রশ্নে আন্তর্জাতিক সমাজের দ্বিবিধ মানদন্ড অবলম্বন করা উচিত নয়।
পুটিন সফররত ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুস্কোনির সঙ্গে বৈঠকের পর বলেছেন, সন্ত্রাস দমন হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠকে একটি প্রধান আলোচ্যবিষয়। তাঁরা এই মর্মে একমত হয়েছেন যে, সন্ত্রাস দমন পশ্নে আন্তর্জাতিক সমাজের অধিষ্ঠান বরাবরই একই ধরণ ও কঠোর হওয়া উচিত। দ্বিবিধ মানদন্ড অবলম্বন করা উচিত নয় এবং দুই ধরণের ব্যাখ্যা দেওয়া উচিত নয়।
পুটিন মনে করেন, রাশিয়া এবং ইতালীর মধ্যে কোনো সমস্যা নেই। শক্তিসম্পদ ক্ষেত্রে দু'পক্ষ সহযোগিতা জোরদার করবে। এর সঙ্গে সঙ্গে রাশিয়া ই ইউ আর নেটোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে চেষ্টা করছে।
|