|
|
(GMT+08:00)
2005-08-30 19:26:46
|
সুনামি ত্রাণ আর পূণগঠনে চীনের ভূমিকার জন্যে শ্রীলংকার প্রেসিডেন্টের প্রসংশা
cri
৩০ আগস্ট পেইচিংএ চীন সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুংগা চীনের অর্থ মন্ত্রী চিন রেন ছিনের সঙ্গে সাক্ষাত করার সময় বলেছেন, শ্রীলংকার সুনামি ত্রাণ আর দুর্যোগোত্তর পূণগঠন কাজে চীন যে ভূমিকা পালন করেছে তিনি তার প্রশংসা করেছেন। তিনি দু' দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার ভূয়সী প্রশংসাও করেছেন।তিনি বলেছেন, গত বছরের ডিসেম্বর মাসে শ্রীলংকা সুনামির শিকার হওয়ার পর চীন ছিল পৃথিবীর প্রথম দেশ যা শ্রীলংকাকে ত্রাণ আর পূর্ণগঠনের সহায়তা দিয়েছিল। তিনি আরও বলেছেন, শ্রীলংকা-চীন অর্থনৈতিক সহযোগিতা একটি নতুন উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে।চীনের শিল্প-প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশ-গ্রহণে অবকাঠামো নির্মান শ্রীলংকার অর্থনীতি আর জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের অনুকূল। চিন রেন ছিন বলেছেন, চীন সরকার চীনের শক্তিশালী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে শ্রীলংকার অর্থনৈতিক নির্মানেঅংশ নিতে উত্সাহ দেবে।চীন নিজের সাধ্যনুযায়ী শ্রীলংকাকে সাহায্য করবে।
|
|
|