ওপেকের পালাক্রমিক চেয়ারম্যান , কুওয়েতের শক্তি-সম্পদ মন্ত্রী আল ফাহাদ আল সাবাহ কুওয়েতে ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জেনিভা অধিবেশনে এই সংস্হার অধোশিত তেলের উতপাদন বৃদ্ধি এবং তেলের দাম বৃদ্ধি থামানোর ব্যাপার নিয়ে আলোচনা হবে।
ওপেকের তথ্য মুখপাত্র একই দিন জোর দিয়ে বলেছেন, ওপেক সর্বদাই অধোশিত তেলের উতপাদন পরিমাণ বাড়ানোর প্রস্তুতি নিয়ে এসেছে । কিন্তু তেল বাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তেল উতপাদক আর তেল-ভোগীদেশগুলোর মিলিত সহযোগিতা চালানো উচিত। উভয়ের জয়ের ভিত্তিতে দু'পক্ষের গ্রহণযোগ্য দাম নির্ধারন করা হবে।
একই দিন সৌদি আরবের তেল আর খনি সম্পদ মন্ত্রী আলি ইব্রাহিম নাইমি বলেছেন, আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরনের জন্য সৌদি আরব অধোশিত তেলের উতপাদন বাড়াতে প্রস্তুত।
|