চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয়ের সন্ত্রাস দমন ব্যুরোর উপ-মহাপরিচালক চাও ইংছেন ২৯ আগস্ট পেইচিংয়ে বলেছেন, চীন সন্ত্রাস দমন আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতা আরো জোরদার করবে।
চাও ইংছেন বলেছেন, বিশ্বের অন্য দেশের মতো চীনও সন্ত্রাসের হুমকির সম্মুখীন। চীনের সম্মুখীন পধান সন্ত্রসের হুমকি হচ্ছে, দেশী-বিদেশী সশস্ত্র পূর্ব তুর্কিস্তান সন্ত্রাসী সংস্থা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা ও সন্ত্রাসীদের চালানো বিভিন্ন ধরণের সন্ত্রাসী তত্পরতা। আরো ভালোভাবে সন্ত্রাস দমনের জন্যে চীন আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতা চালানোর প্রস্তাব দিয়েছে।
২২ তম বিশ্ব আইন সম্মেলন ৪ থেকে ১০ সেপ্টেম্বর পেইচিংয়ে ও শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। "আন্তর্জাতিক সন্ত্রাস" একটি বিশেষ বিষয় হিসেবে আসন্ন আইন সম্মেলনে অন্তর্ভূক্ত হচ্ছে। চাও ইংছেন বলেছেন, চীন রাজনীতি, অর্থনীতি, আইন প্রণয়ন ও প্রয়োগ এবং প্রশাসন ইত্যাদি ক্ষেত্রে সন্ত্রাসের হুমকির বিরুদ্ধে ধারাবাহিক কার্যকরী ব্যবস্থা নিয়েছে।
|