|
|
(GMT+08:00)
2005-08-30 18:08:28
|
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীঃ ইতিহাস সম্পর্কে সঠিক মনোভাব পোষন করা চীন-জাপান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি
cri
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লুই সিন হুয়া ৩০ আগষ্ট পেইচিংয়ে বলেছেন , ইতিহাস সম্পর্কে সঠিক মনোভাব পোষণ করা চীন-জাপান সম্পর্ক প্রসারের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি । চীন আশা করে ইতিহাস সম্পর্কে জাপানী পক্ষের প্রতিশ্রুতি বাস্তব পদক্ষেপে পরিণত হবে । চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের একটি তথ্য জ্ঞাপন সভায় লুই সিন হুয়া এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , আন্তর্জাতিক ব্যাপারাদিতে আরো বিরাট ভুমিকা নেয়ার আগে জাপানকে চীন , দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াসহ প্রতিবেশী দেশগুলো আর এশিয়ার অন্যান্য দেশ তথা গোটা আন্তর্জাতিক সমাজের সমঝোতা পেতে হবে । চীন আশা করে জাপানী সরকার চীনের বিরুদ্ধে জাপানী সমরবাদের আগ্রাসনের ইতিহাস সম্পর্কে সঠিক মনোভাব পোষন করবে এবং ১৫ আগষ্ট ইতিহাস সম্পর্কে জাপানী নেতৃবৃন্দের দেয়া বক্তৃতা বাস্তব কার্যকলাপে প্রতিফলনের চেষ্টা করবে ।
|
|
|