v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-29 20:13:48    
২৯ আগস্ট

cri
    ২৯ আগস্ট ১৯১৪ ইউরোপে টেলিফোনের জনপ্রিয়তা দেখা দেয়

    গত শতাব্দীর প্রথম দিক থেকে টেলিফোন ইউরোপে জনপ্রিয় হয়। ১৯১৪ সালের ২৯ আগস্ট ডেনমার্কে মাথাপিছু হাজার লোকের মধ্যে ৪৫টি টিভিসেট ছিল, জামার্নীতে মাথাপিছু হাজার লোকের মধ্যে ২১টি টিভিসেট ছিল , ব্রিটেনে মাথাপিছু হাজার লোকের মধ্যে ১৭টি টিভিসেট ছিল এবং ফ্রান্সেমাথাপিছু হাজার লোকের মধ্যে ৮টি টিভিসেট ছিল।

    ২৯ আগস্ট ১৯২৯ যুক্তরাষ্ট্রেরএয়ারশীপ পৃথিবী পরিভ্রমণের রের্কড সৃষ্টি করে

    ১৯২৯ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রেরএয়ারশীপ পৃথিবী পরিভ্রমণের ইতিহাস সৃষ্টি করে। ১৬জন যাত্রী আর ৩৭জন ক্রু নিয়ে এয়ারশীপটি সে বছরের ৮ আগস্ট ভোরবেলায় যুক্তরাষ্ট্রেরলেকহেস্টার ত্যাগ করে । ২১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিটের পর এই এয়ারশীপ আবার লেকহেস্টারে ফিরে আসে।

    ২৯ আগস্ট ১৯৪৪ চেকোস্লোভাকিয়ায়জাতীর বিদ্রোহ

    দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালে চেকোস্লোভাকিয়া জার্মানীর একটি তাবেদার দেশে পরিণত হয়। চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি জনগণকে নেতৃত্ব দিয়ে ব্যাপকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে। ১৯৪৪ সালের আগস্ট মাসের প্রথম দিকে সৌভিয়েত ইউনিয়ন চেকোস্লোভাকিয়ার সীমান্তের দিকে এগিয়ে যায়। সৌভিয়েত ইউনিয়নের সৈন্যবাহিনীর জয়ের অনুপ্রেরণায় ১৯৪৪ সালের ২৯ আগস্ট চেকোস্লোভাকিয়ায়ায় দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। ১৯৪৪ সালের ১ সেপ্টেম্বর চেকোস্লোভাকিয়ারার জাতীয় মুক্তি কমিটি সমস্ত ক্ষমতা গ্রহণের কথা ঘোষণা করে। কিন্তু এই বিদ্রোহ দমন করার জন্য ফ্যাসিবাদী জামার্নী ৮ ডিভিশন সৈন্য পাঠায়। বিদ্রোহী বাহিনীর সাংঘাতিক ক্ষয়ক্ষতি হয়।

    ২৯ আগস্ট ১৯৮৩ ফিলিস্তিনি সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন শুরু

    ১৯৮৩ সালের ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন জেনিভায় অনুষ্ঠিত হয়। ১৩৮টি দেশ আর ফিলিস্তিনি মুক্তি সংস্থার প্রতিনিধিরা এবং পশ্চিম ইউরোপ দেশের পর্যবেক্ষকরা এই সম্মেলনে অংশ নেন। যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নিতে অস্বীকার করে। সম্মেলনে গৃহীত " ফিলিস্তিনি সমস্যা সংক্রান্ত জেনিভা ঘোষণাপত্র" আর "কার্যক্রম কর্মসূচিতে " বলা হয়, ফিলিস্তিনি সমস্যা নিস্পত্তির চাবিকাঠি হল আরবের ভূখন্ড ইস্রাইলের দখলের অবসান ঘটানো , ১৯৬৭ সালের পর দখলকৃত জেরুজালাম সহ সমস্ত ভূখন্ড ভূভাগ থেকে ইস্রাইলের সৈন্যবাহিনী সরে যাওয়া, ফিলিস্তিনি জনগণের স্বদেশে ফিরে যাওয়া অধিকার থাকা , আরব ভূখন্ডে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা, ফিলিস্তিনি মুক্তি সংস্থা ফিলিস্তিনিদের স্বার্থের প্রতিনিধিত্ব করা, মধ্য-প্রাচ্য সংক্রান্ত সমস্ত উদ্যোগ, পরার্মশ আর সম্মেলনে অংশ নেওয়ার ক্ষমতা ফিলিস্তিনি মুক্তির হতে থাকা ইত্যাদি। ফিলিস্তিনি সমস্যা যাতে সার্বিক, ন্যায়সঙ্গত আর স্থিতিশীলভাবে নিষ্পত্তি করা হয় সেই জন্য ঘোষণাপত্রে মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়েছে।কার্যক্রম কর্মসূচীতে বিভিন্ন দেশের উদ্দেশ্যে ইস্রাইলের প্রতি সাহায্য বন্ধ করার দাবী জানানো হয়। জাতি সংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে ফিলিস্তিনিদের নৈতিক আর আর্থিক সাহায্য দেওয়ার আহ্বান জানানো হয়।

    ২৯ আগস্ট ১৯৮৮ সৌভিয়েত ইউনিয়ানের নভোযান মহাশূণ্য স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়।

     ১৯৮৮ সালের ২৯ আগস্ট তিন জন নভোচারীকে মহাশূন্যে পাঠাবার পর নভোযান "ইউনিয়ান টি এম -৬ "শান্তি" মহাশূন্য স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়।