পেইচিং সময় ২৯ আগস্ট বিকাল ৪টা ৪৫ মিনিটে চীনের জিওছুয়েন উপগ্রহ উতক্ষেপন কেন্দ্র থেকে চীনের তৈরী " লং মার্চ ২ " পরিবাহক রকেটের সাহায্যে একটি ফেরতযোগ্য বিজ্ঞান ও প্রযুক্তি উপগ্রহ সাফল্যজনকভাবে মহাশূণ্যে উতক্ষেপন করা হয়েছে। জানা গেছে, উপগ্রহ যথাযথভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং সঠিকভাবে পরিভ্রমণ করছে।
উল্লেখযোগ্য, চীনের নিজের তৈরী একটি বিজ্ঞান ও প্রযুক্তি উপগ্রহ সিআন উপগ্রহ পর্যবেক্ষণ কেন্দ্রের যথাযথ পর্যবেক্ষণে ২৯ আগস্ট সকালে সাফল্যজনকভাবে ভূপৃষ্ঠে ফিরে এসেছে।
২ আগস্ট জিওছুয়েন উপগ্রহ উতক্ষেপন কেন্দ্র থেকে এই উপগ্রহ উতক্ষেপন করা হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত চীন সাফল্যজনকভাবে এ ধরনের ২০টি উপগ্রহ ভূ-পৃষ্ঠে ফিরিয়ে এনেছে।
|