আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২৮ আগস্ট কাবুলে সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন আফগানিস্তানের অর্থনীতির পুনরুদ্ধারের খুবই অনুকূল।
কারজাই বলেছেন, আফগানিস্তান ভারত ও পাকিস্তান- এর দ্বি-পাক্ষিক সার্বিক সংলাপ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে। তিনি বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের মাধ্যমে ভারতের সঙ্গে আন্তঃদেশীয় বাণিজ্য চালু করেছে। ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের পর ভারতও পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে আন্তঃদেশীয় বাণিজ্য চালু করতে পারবে। তা যুদ্ধের পর আফগানিস্তানের অর্থনীতির পুনরুদ্ধারে সরাসরি প্রভাব সৃষ্টি করবে।
কারজাই আরো বলেছেন, আফগানিস্তান আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব সার্কের সদস্য দেশ হতে পারবে।
|