ইরাকের অন্তর্বর্তিকালীন সংসদে ২৮ আগস্ট সংবিধান প্রণয়ন কমিটির একইদিন উপস্থাপিত সংবিধানের খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। ইরাকে সংবিধানের খসড়া প্রস্তাবের অনুমোদনকে আন্তর্জাতিক সমাজ স্বাগত জানিয়েছে ।
জাতি সংঘ মহা সচিব কফি আনান তাঁর বিবৃতিতে বলেছেন, ইরাকী সমাজের বিভিন্ন মহল ও বিভিন্ন রাজনৈতিক সংস্থার উচিত ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠিতব্য গণ-ভোটের জন্যে ভিত্তি সৃষ্টি করা। তিনি আরো বলেছেন, জাতি সংঘ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ দেশ প্রতিষ্ঠায় ইরাকী জনগণকে অব্যাহতভাবে সাহায্য করবে।
ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র বৃটেন বিবৃতিতে বলেছে, ইরাকে সংবিধানের খসড়া প্রস্তাবের অনুমোদন হচ্ছে ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ চিহ্ন-ফলক।
মার্কিন প্রেসিডেন্ট বুশ একইদিন টেক্সাস অঙ্গরাজ্যে বলেছেন, ইরাকের পুনর্গঠন প্রক্রিয়ায় মতভেদ দেখা দেওয়া খুব স্বাভাবিক। তিনি বিশ্বাস করেন, ইরাকী জনগণ মিলিতভাবে স্থায়ী সংবিধান প্রণয়ন করতে পারবেন।
|