পেইচিং প্রভাতী পত্রিকার একটি খবরে জানা গেছে, ২৮ আগস্ট চীন আর ব্রাজিলের যৌথ- সহযোগিতায় নির্মিত একটি ই আর জে ১৪৫ শাখা রুটের যাত্রীবাহী বিমান আনুষ্ঠানিকভাবে চীনের প্রাচ্য বিমান পরিবহণ কোম্পানির চিয়াংসু শাখা কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত দু' দেশের সহযোগিতায় নির্মিত এই ধরনের ৭টি বিমান চীনের বেসামরিক বিমান পরিবহণ কোম্পানীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিপুল পরিমাণে চীনের বেসামরিক পরিবহণ বাজারে প্রবেশ করছে।
জানা গেছে, বিশ্ব বিমান পরিবহণ বাজারে শাখা রুটের যাত্রীবাহী বিমানের গড়পড়তা কোটা ৩৫ শতাংশ ।বর্তমানে চীনের বেসারিক বিমান পরিবহণ বাজারে শাখা রুটের যাত্রীবাহী বিমানের কোটা মাত্র শতকরা ১২ ভাগ। তাই এ ক্ষেত্রে উন্নয়নের সুপ্ত-শক্তি বিরাট।
উল্লেখযোগ্য, যে বিমানের আসন এক শোর কম সেই বিমানকে শাখা রুটের যাত্রীবাহী বিমান বলা হয়। সাধারণত বড় শহর আর মাঝারি ও ছোট শহরগুলোর মধ্যে এ ধরনের বিমান চলাচল করে।
|