চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২৯ আগস্ট পেইচিংয়ে বলেছেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মিলিতভাবে নারী পুরুষের সমতা নিশ্চিত করবে, নারীদের স্বার্থ সুরক্ষা করবে এবং বিশ্ব নারী ব্রতের উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অব্যাহতভাবে নতুন অবদান রাখবে।
জাতি সংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের দশম বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ২৯ আগস্ট পেইচিংয়ে উদ্বোধন হয়েছে। হু চিনথাও উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেছেন।
তিনি চতুর্থ বিশ্ব নারী সম্মেলন আয়োজনের দশ বছর পর চীনের নারী ব্রতের সক্রিয় উন্নয়নের ক্ষেত্রে অর্জিত সফলতা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বর্তমানে চীনের সারা সমাজে মিলিতভাবে নারী ব্রতের যত্ন নেয়া ও সমর্থন করার সুষ্ঠু পরিস্থিতি গড়ে তোলা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, চীনে নারী-পুরুষ সমতা আরো কার্যকরী করতে হবে। চীনা নারীদের আর্থ- সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে আরো কার্যকরী নীতি পালন করা হবে।
৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের আট'শতাধিক ব্যক্তি এবারকার তিন দিনব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছেন।
|