চীনের নিজের তৈরী একটি বিজ্ঞান ও প্রযুক্তি উপগ্রহ সিআন উপগ্রহ পর্যবেক্ষণ কেন্দ্রের যথাযথ পর্যবেক্ষণে ২৯ আগস্ট সকালে সাফল্যজনকভাবে ভূপৃষ্ঠে ফিরে এসেছে।
২ আগস্ট জিওছুয়েন উপগ্রহ উতক্ষেপন কেন্দ্র থেকে এই উপগ্রহ উতক্ষেপন করা হয়। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, মহাশূণ্যে ২৭ দিন পরিভ্রমণের পর এই উপগ্রহ মহাশূণ্যের অনুসন্ধান আর বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের পরীক্ষামূলক কাজ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত চীন সাফল্যজনকভাবে এ ধরনের ২০টি উপগ্রহ ভূ-পৃষ্ঠে ফিরিয়ে এনেছে।
|