চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকান বিভাগের পরিচালক মাদাম স্যু চিং হু ২৮ আগস্ট পেইচিংয়ে বলেছেন, চীন-আফ্রিকা বাস্তব সহযোগিতা আরও জোরদার করবে এবং আরও বেশী ক্ষেত্রে এবং আরও ব্যাপকভাবে এ সহযোগিতার উন্নয়ন ঘটাবে চীন।
এক সাক্ষাত্কারে স্যু চিং হু বলেছেন, চীন এক ধারাবাহিক বাস্তব সহযোগিতার ব্যবস্থা নিয়েছে। যেমন আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর ঋণ মওকুফ করা, সে দেশগুলোর রপ্তানি শুল্ক কর মওকুফ করা এবং আফ্রিকান দেশগুলোর জন্য নানা ধরণের ধীশক্তি প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি। তাছাড়া, চীন এবং আফ্রিকা আর্থ-বাণিজ্য, সংষ্কৃতি-শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ইতিবাচক ফলাফল অর্জন করেছে।
স্যু চিং হু বলেছেন, চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নমূখী দেশ। আফ্রিকায় উন্নয়নমূখী দেশ সবচেয়ে বেশী। চীন ও আফ্রিকার ভালো রাজনৈতিক সম্পর্ক, আর্থনীতিতে সুদৃঢ় পরিপূরক সম্পর্ক আছে বলে শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা এবং দেশ উন্নয়ন ও সুসংবদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত আছে।
|