শ্রীলংকার পুলিশ প্রধান চন্দ্র ফার্নান্দো ২৮ আগস্ট বলেছেন, সম্প্রতি গ্রেফতারকৃত দু'জন তামিল শ্রীলংকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদিরগামারের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
চন্দ্র ফার্নান্দো এক সাক্ষাত্কারে বলেছেন, এ দু'জন তামিল অনেক বার তামিল টাইগার মুক্তি সংস্থা নিয়ন্ত্রিত কিলিনোচ্ছি শহরে গিয়েছিলো এবং ওখান থেকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট আদেশ পেয়েছে।
ফার্নান্দো আরও বলেছেন, বর্তমানে পুলিশ তাদের স্বীকারোক্তির ওপর আরও তদন্ত করছে।
উল্লেখ্য, লক্ষ্মণ কাদিরগামার গত ১২ আগস্ট রাতে তাঁর বাসভবনের কাছে আততায়ীদের গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য শ্রীলংকা সরকার তামিল টাইগারদের দায়ী করেছে। কিন্তু তামিল টাইগার মুক্তি সংস্থা বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
|