|
 |
(GMT+08:00)
2005-08-28 21:10:36
|
ভারতের প্রধান মন্ত্রীর আফগানিস্তান সফর
cri
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমন্ত্রণে ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ২৮ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল পৌছে আফগানিস্তানের তার দু' দিনব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছেন।গত ২৯ বছরে এটা হল ভারতের কোনো প্রধান মন্ত্রীর আফগানিস্তান সফর। আফগানিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, সফরকালে মনমোহন সিং প্রেসিডেন্ট হামিদ কারজাইয়েন সঙ্গে আফগানিস্তানের পূণগঠন, আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি প্রভৃতি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্টবিষয়াদি নিয়ে বৈঠক করবেন
|
|
|