ইরাকের সংবিধান প্রণয়ন কমিশনের সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি ২৮ আগস্ট ইরাকের খসড়া সংবিধানের চূড়ান্ত সংস্করণে সই করতে অস্বীকার করেছেন।এই দলের প্রতিনিধি মুটলাক বলেছেন, যদিও সুন্নি সম্প্রদায় আর কুর্দিদের প্রতিনিধিরা খসড়া সংবিধানে সংশোধন করেছেন, তবু সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি এই খসড়া সংবিধানের চূড়ান্ত সংস্করনে সই করেননি। তারা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে অব্যাহতভাবে আলোচনা করেছেন।
ওয়াকিহ্বাল সূত্রে জানা গেছে , ইরাকের ঐক্য রক্ষা করতে সুন্নি সম্প্রদায়ের দাবী পূরণ করা হয়নি বলে সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি এই চূড়ান্ত সংস্করনে সই করেননি।
|