২৮ আগস্ট চীনের আইন প্রণয়ন সংস্থা --চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নারীর অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইনের একটি সংশোধিত বিল পাস করেছে । নারীর অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ ব্যবস্থা আরো নিখুঁত করা আর নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য এই সংশোধিত বিল পাস করা হয়েছে ।
গত দশ-বারো বছরে কার্যকরী করা ' নারী অধিকার ও স্বার্থ নিশ্চিতকরণ আইন' হচ্ছে চীনে নারীর অধিকার ও স্বার্থ সার্বিকভাবে নিশ্চিত করার একটি মৌলিক আইন । এই সংশোধনী আইনে বলা হয়েছে , নারীদের উপর সব ধরনের অবহেলা দূর করার জন্য সরকার সব ব্যবস্থা নেবে । এতে পরিবারের মধ্যে হিংসাত্মক তত্পরতা আর যৌন হয়রানি নিষিদ্ধ করার কথাও স্পষ্টভাষায় বলা হয়েছে । তা ছাড়া এই সংশোধনী বিলে নারীর রাজনৈতিক অধিকার , শিক্ষা পাওয়ার অধিকার , শ্রমের অধিকার আর সামাজিক নিশ্চয়তা পাওয়া ইত্যাদি ক্ষেত্রের অধিকার নিশ্চিত করার কথাও জোরের সঙ্গে উল্লেখ করা হয়েছে ।
এই সংশোধনী বিল পয়লা ডিসেম্বর থেকে বলবত্ হবে ।
|