দক্ষিণ পশ্চিম চীনের কুয়ান সি চুয়ান স্বায়ত্তশাসিত অঞ্চলের নারীর গড়পড়তা আয়ু ১৯৯৫ সালের ৭০ বছর থেকে বেড়ে ২০০৪ সালের ৭৩.৮ বছরে দাড়িঁয়েছে । গর্ভবতীও প্রসূতি নারীর মৃত্যুহার আর নবজাত শিশুর মৃত্যু হার কমেছে ।
জানা গেছে , সাম্প্রতিক বছরগুলোতে কুয়াং সি অঞ্চল নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে । গত বছর এই ক্ষেত্রেকুয়াং সি অঞ্চলের বরাদ্দ ৩৮.৩ কোটি ইউয়ান ছিল । গরীব পরিবারের নারী ও শিশুদের সাহায্য করার জন্য ২০০১ সালে কুয়ান সি অঞ্চলনারী ও শিশু রক্ষার একটি পরিকল্পনা প্রণয়ন করেছে । তা ছাড়া এই অঞ্চল এইডস রোগ ও স্ত্রী রোগের পরীক্ষা ও চিকিত্সার কাজ জোরদার করেছে ।
|