|
|
(GMT+08:00)
2005-08-28 20:50:20
|
চীনের আইন প্রনয়ন সংস্থা আয়কর আদায় সম্পর্কে শুনানীর আয়োজন করবে
cri
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পান কো ২৮ আগস্ট পেইচিংয়ে বলেছেন , চীনের আইন প্রণয়ন সংস্থা-- চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নাগরিকদের আয় কর আদায়ের ন্যুনতম মান সংক্রান্ত এক সংশোধনী বিল সম্পর্কে বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহের জন্য ২৭ সেপ্টেম্বর প্রথম শুনানীর ব্যবস্থা করবে। একই দিন সমাপ্ত চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ১৭তম অধিবেশনে ভাষন দেয়ার সময় তিনি এই কথা বলেছেন । আয় কর আইনের এই খসড়া বিলে আয় কর আদায়ের মানদন্ড পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে । এ খসড়া বিল অনুসারে যাদের আয় বেশী , তাদের জমা দেয়া আয়করও বেশী হবে । এটা চীনা নাগরিকদের আয়ের বিরাট ব্যবধান কমানোর পক্ষে অনুকূল । শুনানী ব্যবস্থা জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির আইন প্রণয়নের কাজের স্বচ্ছতা বাড়ানোর একটি ব্যবস্থা।
|
|
|