রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমিরপুটিন ২৭ আগস্ট রাশিয়ার কাজান শহরে বলেছেন , রাশিয়া , কাজাকস্তান ও বেলারুশ আগামী ডিসেম্বর মাসের আগে অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠা সম্পর্কিত ২৯টি দলিল স্বাক্ষর করবে ।
প্রেসিডেন্ট পুটিন আরো বলেছেন , ২০০৬ সালের পয়লা মার্চের আগে এই তিনটি দেশ আরো ১৫টি দলিল স্বাক্ষর করবে । ইউক্রেন পর্যালোচনা ও প্রস্তুতি নেয়ার পর এই গোষ্ঠী প্রতিষ্ঠার পরিকল্পনায় অংশ নিতে রাজী হয়েছে ।
একই দিন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের তথ্য কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন , তুর্কমেনিস্তান স্বাধীন রাষ্ট্রসমুহের কমনওয়েলথের আনুষ্ঠানিক সদস্যদেশ থেকে অনানুষ্ঠানিক সদস্য দেশে হতে চায় , তবে তুর্কমেনিস্তান কমনওয়েলথের সঙ্গে সহযোগিতা করবে । তিনি বলেছেন , ২৬ আগস্ট কাজানে অনুষ্ঠিত কমনওয়েলথের সদস্য দেশের রাষ্ট্রপ্রধান পরিষদের একটি অধিবেশনে তুর্কমেনিস্তান ইতিমধ্যে এই অভিমত ব্যক্ত করেছে ।
|