ইরাকের সংবিধান প্রণয়ন কমিটির সুন্নী সম্প্রদায়ের প্রতিনিধি ফাখরি আল-কাইসি ২৭ আগস্ট বলেছেন, সুন্নী সম্প্রদায় অন্তর্বর্তীকালীন জাতীয় সংসদের স্পীকার হাজেম্ আল হাসানির কাছে নতুন সংবিধান খসড়া সংক্রান্ত নতুন প্রস্তাব দাখিল করেছেন।
তিনি বলেছেন, বর্তমানে সুন্নী সম্প্রদায় হাসানির উত্তরের অপেক্ষা করছে।
সুন্নী সম্প্রদায়ের প্রতিনিধি সালেহ মুতলাক বলেছেন, এর আগে সংবিধান খসড়া সংক্রান্ত শিয়া সম্প্রদায় ও কুর্দিদের প্রস্তাবের পর সুন্নী সম্প্রদায় এই নতুন প্রস্তাব উথ্থাপন করেছে। এতে 'ফেডারেশন বিরোধী' বিভিন্ন দাবি অন্তর্ভূক্ত করা হয়েছে।
|