|
 |
(GMT+08:00)
2005-08-27 21:42:51
|
বিদেশে চীনের দূতাবাস আর প্রবাসী চীনাদের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধের বিজয়ের ৬০তম বার্ষিকী উদযাপন
cri
জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক দিনগুলোতে বিদেশে চীনের দূতাবাস আর প্রবাসী চীনারা আলাদা-আলাদাভাবে নানা ধরনের উদযাপনী তত্পরতা আয়োজন করেছেন।জার্মানীতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা জেন রন একটি অভ্যর্থনা সমাবেশে বলেছেন, জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধের বিজয় হচ্ছে চীনা জাতি দূর্বলতা থেকে সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।চীন যেমন বিশ্ব ফ্যাসিবাদ-বিরুদ্ধে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ শক্তি তেমনি বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়ন তরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ শক্তি।
জাপানে বসবাসরত প্রবাসী চীনারা প্রবাসী চীনাদের উদ্দেশ্যেঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তিপূর্ণ একীকরণ তরান্বিত করার আহ্বান জানিয়েছেন।
|
|
|