২৭ আগস্ট চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী ৩০ ও ৩১ আগস্ট পেইচিংয়ে বস্ত্র সমস্যা নিয়ে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে এ বিষয় নিয়ে তৃতীয় দফা আলোচনা হয়েছে। কিন্তু দু্'পক্ষের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
আলোচনার পর প্রকাশিত একটি বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বস্ত্র সংক্রান্ত সমস্যায় দু' দেশের মধ্যে মৌলিক মতভেদ রয়েছে । এ জন্য দু' ' পক্ষ এই সমস্যা নিয়ে অব্যাহতভাবে বৈঠক করতে রাজি হয়েছে। যাতে এই সমস্যাসমাধানের উপায় বের করা যায়।
|