২৬ আগস্ট রাশিয়ার কাজানে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথের প্রজাতন্ত্রগুলোর নেতাদের এক দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তুকর্মেনিস্তান ছাড়া বাকী প্রজাতন্ত্রগুলোর নেতারা এবারকার অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশনে সীমান্ত নীতি, অভিবাসন এবং সন্ত্রাস দমন প্রভৃতি নিয়ে বিবৃতি আর দলিলপত্র গৃহীত হয়েছে। অধিবেশনের পর আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন বলেছেন, স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথের প্রজাতন্ত্রগুলোর অস্তিত্ব থাকা তো এ সব সদস্য দেশের আশা-আকাংক্ষা।
|