ইতিহাস পাঠ্যপুস্তক বিকৃত করার বিরুদ্ধে জাপানের কোনো কোনো সংগঠনের প্রতিবাদ
cri
চীনের সিনহুয়া বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে, জাপানের এহিমে জেলার শিক্ষা কমিশন স্থানীয় মাধ্যমিক স্কুলে ইতিহাস বিকৃত করা, যুদ্ধকে ধামাচাপা দেওয়া তথাকথিত " নতুন ইতিহাস পাঠ্যপুস্তক" প্রণয়ন করার প্রতিবাদ করে ২৬ আগস্ট এই জেলার শিক্ষক আর ট্রেড ইউনিয়ন এবং স্থানীয় বিভিন্নসংস্থা ও সংগঠন বিবৃতি প্রকাশ করেছে। তারা এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছেন।তারা মনে করেন, এই ইতিহাস বিকৃতি সংবিধান আর শিক্ষার মৌলিক আইনে বিধার্রিত শান্তিবাদ , আন্তর্জাতিক সমন্বয় প্রভৃতিক মৌলিক নীতি লঙ্ঘন করেছে।
|
|