২৬ আগস্ট জার্মানীর খুচরা বিক্রি শিল্প সংস্থা ফেডারেশনের একটি বিবৃতিতে বলা হয়েছে , চীন থেকে বস্ত্রপন্যআমদানির উপর ই ইউর বিধি নিষেধের দরুণ জার্মানীর পোশাক আমদানিকারক ও ও খুচরা ক্রেতারা গুরুতর ক্ষতি হয়েছে বলে ফেডারেশন ই ইউর কাছে ক্ষতিপূরণের দাবী জানাবে ।
বিবৃতিতে বলা হয়েছে , জার্মানীর অনেক পোশাক বিক্রি সংস্থার অবস্থা খারাপ , অনেক লোক বেকার হচ্ছে । বিবৃতিতে ই ইউর কাছে অবিলম্বে আমদানির কোটা- ব্যবস্থা বাতিল করে শুল্ক বিভাগে আটকে থেকে চীনা পোশাকের সমস্যা সমাধান করা আর রক্ষণশীল শুল্ক ব্যবস্থা বাতিল করার দাবী জানানো হয়েছে ।
বিবৃতিতে আরো বলা হয়েছে , আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান না হলে ফেডারেশন ই ইউর কাছে ক্ষতি পূরণের দাবী জানাবে ।
|