পিপলস ডেইলী পত্রিকায় ২৭ আগস্ট প্রকাশিত খবরে জানা গেছে, চায়না একাডেমী অফ ইঞ্জিনিয়রিংয়ের সদস্য চোং নান শান ২৬ আগস্ট কুয়াং চৌয়ে বলেছেন, সার্স সংশ্লিষ্ট ওষুধের গবেষণায় সম্প্রতি বিশেষ অগ্রগতি হয়েছে।
জানা গেছে, বর্তমানে এই বিশেষ ওষুধ বাঁদরের উপর পরীক্ষা করা হয়েছে এবং এতে সাফল্য অর্জিত হয়েছে। প্রমাণিত হয়েছে যে, সার্স রোগের প্রতিকার ও প্রতিরোধ সম্ভব।
|