|
চীন -ই ইউ বস্ত্র রফতানি সমস্যা নিরসনে পেইচিংয়ে আলোচনা চলছেচীন -ই ইউ বস্ত্র রফতানি সমস্যা নিরসনে পেইচিংয়ে আলোচনা চলছে
cri
|
ইউরোপীয় ইউনিয়ন পরিষদের একজন মুখপাত্র ২৬ আগস্ট ব্রাসেলসেবলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর কাছে চীনের বস্ত্র রফতানি সমস্যা নিয়ে আলোচনা চলছে ।তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ আলোচনা চলছে।২৬ আগস্ট একটি তথ্য জ্ঞাপন সভায় মুখপাত্রটি বলেছেন, চীন -ই ইউ দু' পক্ষ ইউরোপের বিভিন্ন বন্দরে আটকে থাকা চীনের বস্ত্র সংক্রান্ত সমস্যা ঠিকমত মোকাবেলা করতে ইচ্ছা প্রকাশ করেছে। ই ইউ পক্ষ আশা করে, দু' পক্ষ গ্রহণযোগ্য একটি নিষ্পত্তির উপায় যত তাড়াতাড়ি সম্ভব বের করে। মুখপাত্রআরও বলেছেন, আগামী সপ্তাহে ইইউ পরিষদ আলাপ-পরামর্শের ফলাফল সম্বন্ধে সংস্থার বিভিন্ন সদস্য রাষ্ট্রের কাছে রিপোর্ট উপস্থাপন করবে। তারপর বিভিন্ন সদস্য রাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
|
|