"চীনের পশ্চিমাঞ্চলে পুঁজি বিনিয়োগ" নামে একটি সম্মেলন ২৭ আগস্ট চীনের পশ্চিমাঞ্চলের শ্যান সি প্রদেশের সিআন শহরে শুরু হয়েছে। জার্মানী, ইতালি ও ইন্দোনেশিয়াসহ ৩০ টিরও বেশি দেশ ও অঞ্চলের শিল্পখাতের দু'শতাধিক প্রতিনিধি এবারকার ফোরামে অংশ নিয়েছেন।
জানা গেছে, এবারকার সম্মেলনে প্রতিনিধিরা চীনের পশ্চিমাঞ্চলের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা, পশ্চিমাঞ্চলের পরিবেশ ও পুঁজিবিনিয়োগ এবং পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্পর্কে চীন সরকারের সর্বশেষ নীতি ইত্যাদি সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করবেন। সংগঠকরা আশা করেন, এবারকার সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের সঙ্গে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি তৈরী করা যাবে এবং পশ্চিমাঞ্চলের বৈদেশিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
এবারকার তিন দিনব্যাপী ফোরাম চীনের আন্তর্জাতিক বাণিজ্য ত্বরান্বিত কমিশন এবং চীনের আন্তর্জাতিক বণিক সমিতির উদ্যোগে আয়োজিত হয়।
|