ইরান এক মাসের মধ্যে ই ইউ'র কাছে পারমাণবিক সমস্যা সমাধানের নতুন প্রস্তাব উত্থাপনকরবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব ও পারমাণবিক সমস্যা সম্পর্কিত আলোচনার প্রধান প্রতিনিধি আলী লারিজানি ২৬ আগস্ট ভিয়েনায় আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার মহা পরিচালক আল-বারাদেই-এর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেছেন।
লারিজানি বলেছেন, পারমাণবিক সমস্যায় জার্মানী, ফ্রান্স এবং বৃটেন এ তিনটি দেশের সঙ্গে ইরানের মতভেদ দুর্নিবার। তিনি পুনরায় বলেছেন, ইরানের শান্তিভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে। তিনি আশা করেন, ইরানের পারমাণবিক সমস্যা সম্বন্ধে আলোচনায় আরো বেশি দেশ যোগ দেবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জ্যঁ ব্যাপতিস্ত মঁতেই একইদিন বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যা মোকাবেলায় ই ইউ'র পক্ষ থেকে ফ্রান্স, জার্মানী এবং বৃটেন এ তিন দেশ বরাবরই আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার নির্ধারিত নীতিমালায় অবিচল থাকবে।
|