সাফল্য সম্পর্কিত দলিলের খসড়া সংশোধন করার জন্যে যুক্তরাষ্ট্রযে প্রস্তাব পেশ করেছে তার প্রতি চীন সহ বেশ কয়েকটি দেশের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধিরা ২৫ আগস্ট পরপর প্রতিক্রিয়া জানিয়েছেন । যাতে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের শীর্ষ সম্মেলন সফল হয়, তার জন্যে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পরবর্তী কয়েক সপ্তাহের আলোচনায় নমনীয়তা দেখানোর আহবান জানিয়েছেন ।
জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া সাংবাদিকদের দেয়া সাক্ষাত্কারে বলেছেন , সাফল্য সম্পর্কিত দলিলের খসড়া বিভিন্ন পক্ষেরঅব্যাহতআলোচনারজন্যে এক ভাল ভিত্তি সৃষ্টি করেছে । দলিলটিতে বিভিন্ন পক্ষের ঐক্যমত প্রয়োজন। পরবর্তী আলোচনায় বিভিন্ন পক্ষ ভিন্ন মত পাশে রেখে অভিন্ন মত পোষণ করার মনোভাব নিয়ে একদিকে নিজের রাজনৈতিক দাবী প্রকাশ করবে অন্য দিকে নমনীয়তা দেখাবে বলে চীন আশা করে ।
ফ্রান্স, রাশিয়া আর পাকিস্তান প্রভৃতি দেশের প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের কাছে আপোষ রফার মনোভাব দেখানোর আহবান জানিয়েছেন ।
|