শ্রীলংকার সুপ্রীম কোর্ট ২৬ আগস্টএই মর্মে রায় দিয়েছে যে , প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার কার্যমেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে , নতুন প্রেসিডেন্ট নির্বাচন এ বছরের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত ।
কিন্তুনির্বাচনের চূড়ান্ত তারিখ শ্রীলংকার নির্বাচন কমিটি কর্তৃক স্থির হবে ।
শ্রীলংকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ ৬ বছর । প্রেসিডেন্টকুমারাতুঙ্গা ১৯৯৪ সালের নভেম্বর মাসে ক্ষমতাসীন হন । ১৯৯৯ সালে নির্দিষ্ট সময়ের আগে শ্রীলংকার সাধারণ নির্বাচন হয় এবং এই নির্বাচনে কুমারাতুঙ্গা আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন । সুতারং আগামী প্রেসিপেন্ট নির্বাচনের তারিখ নিয়ে ক্ষমতাসীন পার্টি আর বিরোধী পার্টি তর্কবিতর্কশুরু করে ।
|