সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , গরিব নারীদের যত্ন নেয়ার লক্ষ্যে মার স্বাস্থ্যের দ্রুতগামী গাড়ী নামে কল্যাণপ্রকল্প২০০৩ সালের জুলাই মাসে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লক্ষ লোক এতে উপকৃত হয়েছেন ।
মার স্বাস্থ্যের দ্রুতগামী গাড়ী নামক তত্পরতাটি ভ্রাম্যমানচিকিত্সা দলের পদ্ধতিতে বিভিন্ন অঞ্চলের গরীব মা ও গরীব পরিবারের জন্যে চিকিত্সা করে এবং নারীদের স্বাস্থ্য রক্ষার জ্ঞান প্রচার করে । তত্পরতাটির পূঁজি সমাজের বিভিন্ন মহলের ব্যক্তিদের চাঁদা থেকে আসে ।
২৬ আগস্ট ত্রিশাধিক " মার স্বাস্থ্যে দ্রুতগামী গাড়ী "পেইচিং থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল অভিমুখে রওয়ানা হয় । তারা ঘুরেঘুরে তিব্বতের বিভিন্ন অঞ্চলের গরীব নারীদের চিকিত্সা করবে ।
|