আগামী ১ সেপ্টেম্বর থেকে চীনের কেন্দ্রীয় টি ভি কেন্দ্র থেকে প্রথম ডিজিটেল টি ভি অনুষ্ঠান প্রচারিত হবে । সাধারণ টি ভি অনুষ্ঠানের চেয়ে এই চ্যানেলের অনুষ্ঠান অনেক বেশী পরিস্কার , তবে তা দেখতে চাইলে ফি দিতে হবে ।
জানা গেছে , এই চ্যানেল থেকে প্রধানত: চলচ্চিত্র, টি ভি নাটক , প্রামান্য ছবি, এবং ক্রীড়া , সংগীত আর শিল্পকলার অনুষ্ঠান প্রচারিত হবে । প্রতি বছর ডিজিটেল টি ভি অনুষ্ঠানের সময় এক হাজার ঘন্টারও বেশী । প্রথম পর্যায়ে শুধু হাংচৌ, ছেংতু, ছংছিং ও তং ওয়ান শহরের দর্শকরা এই ডিজিটেল টি ভি অনুষ্ঠান দেখতে পাবেন
|