১৯০১ সালের ২৬ আগস্ট ছেনই-এর জন্ম
ছেনই হচ্ছেন শ্রমিক-সম্প্রদায়ের বিপ্লবী সমরবিদ, রাজনীতিক , চীনের গনমুক্তি ফৌজ'এর অন্যতম প্রতিষ্ঠাতা ও অন্যতম নেতা এবং চীন গণ প্রজাতন্ত্রের মাশাল। তাঁর আরেক নাম জেংহং। তিনি চীনের সিছুয়ান প্রদেশের ইউজ জেলার অধিবাসী ছিলেন ।
১৯৮০ সালের ২৬ আগস্ট চীন বিশেষ অর্থনৈতিক এলাকা স্থাপন করে
১৯৮০ সালের ২৬ আগস্ট চীনের পঞ্চম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সম্মেলনে চীনের কুয়াংতুং প্রদেশের শেনজেন, জুহাই,শানটৌ এবং ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে বিশেষ অর্থনৈতিক এলাকা স্থাপন করার কথা স্থির হয়। ১৯৮০ সালে " কুয়াংতুং প্রদেশের অর্থনৈতিক বিশেষ এলাকার চুক্তিতে" বলা হয়েছে : বিশেষ এলাকা ব্যবসায়ী ও তাদের কোম্পানির পুঁজিবিনিয়োগ করে কারখানা , ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করাকে উত্সাহিত করবে এবং তাদের অনেক সুযোগ সুবিধা দেবে।
১৯৭০ সালের ২৬ আগস্ট ১০ হাজারের বেশি মার্কিন নারী নির্বাচনের অধিকার অর্জনের ৫০তম বার্ষিকী পালন করেন
১৯৭০ সালের ২৬ আগস্ট স্বাধীনতা, জীবন মানের উন্নয়নের জন্য ১০ হাজারেরও বেশি মার্কিন নারী নিউইয়র্কের পঞ্চম রাস্তায় মিছিল করে নির্বাচনের অধিকার অর্জনের ৫০তম বার্ষিকী পালন করেন অনেক বিখ্যাত নারী লিঙ্গ বৈষম্য না করা এবং কোনো কোনো সামাজিক নিরাপত্তা আইন সংস্কার করার দাবি জানিয়ে বক্তৃতা করেন।
১৯৮১ সালের ২৬ আগস্ট দেং সিয়াওপিং ফুছাওশুর সঙ্গে সাক্ষাত্কালে প্রথম " এক দেশে দুই সমাজ ব্যবস্থা" নীতি দাখিল করেন
১৯৮১ সালের ২৬ আগস্ট দেং সিয়াওপিং পেইচিংয়ে হংকং-তাইওয়ানের বিখ্যাত ব্যক্তি ফুছাওশুর সঙ্গে সাক্ষাত্কালে তাইওয়ান, হংকংয়ের সমস্যা সমাধান করার জন্য প্রথমবার " এক দেশে দুই সমাজ ব্যবস্থার " নীতি দাখিল করেন।
দেং সিয়াওপিং বলেছেন, তাইওয়ানের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানে বিশেষ ব্যবস্থা নেয়া যেতে পারে। তাইওয়ান হচ্ছে চীনের একটি প্রদেশ । তবে এখানে আগের নিয়ম, জীবন ব্যবস্থা বজায় থাকবে । চীনের কমিউনিস্ট পার্টি কুওমিনটাং পার্টির সঙ্গে সহযোগিতার উপর গুরুত্ব দেয়।
চীনের প্রথম সুপার কম্পিউটার তৈরি
১৯৭৩ সালের ২৬ আগস্ট চীনের প্রথম সুপার কম্পিউটার তৈরি হয় যা সেকেন্ডে ১০ লাখ হিসাব করতে পারে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ইরাকের আকাশসীমায় "বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা" স্থাপন করে
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার রাষ্ট্রদূত ১৯৯২ সালের ২৬ আগস্ট একটি বিবৃতিতে বলেছে, ইরাকের কাছে আকাশসীমায় "বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা" বাস্তবায়ন করতে বলে যাতে দক্ষিণ ইরাকে শিয়াদের ওপর হামলা বন্ধ করা যায়। সাদ্দাম হোসেন বলেন যে এই পরিকল্পনার বিরুদ্ধে তিনি সামরিক ব্যবস্থা নেবে।
প্যারিসে গণ বিদ্রোহ
১৬৪৮ সালের ২৬ আগস্ট প্যরিসের জনগণ সামন্তবাদী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে।
কুওমিনটাং সরকার নিয়মিত সেনাবাহিনী তৈরী করে
১৯২৫ সালের ২৬ আগস্ট কুয়াংচৌ কুওমিনটাং সরকার নিয়মিত সেনাবাহিনী তৈরী করে
|