পীপলস ডেইলী পত্রিকা প্রকাশিত খবরে জানা গেছে, চীন-ই ইউ বাণিজ্যিক কর্মকর্তারা ২৫ আগষ্ট পেইচিংয়ে ইউরোপে চীনের বস্ত্রপণ্য রপ্তানি বিষয় নিয়ে পরামর্শ করেছেন।
বর্তমানে ই ইউ'র বন্দরগুলোতে বেশ কিছু চীনা বস্ত্রপণ্য যে আটকে পড়েছে, তার জন্য চীন পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। ই ইউ পক্ষ বলেছে, বন্দরে বস্ত্র আটকে পড়ার সমস্যা ই.ইউ. ব্যবসায়ী ও পণ্যভোগীদের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই সমস্যার কার্যকর সমাধানের জন্যে দু'পক্ষ আন্তরিক পরামর্শ করেছে।
|