নামিবিয়ার প্রেসিডেণ্ট হিফিকেপুনি পোহাম্বা ২৪ আগস্ট জিম্বাবুয়ির রাজধানী হারারেতে আফ্রিকান দেশগুলোর উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নত দেশগুলোর কৃষি ভরতুকির প্রতিবাদে যৌথ তত্পরতা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পোহাম্বা সে দিন হারারেতে একটি কৃষি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, কৃষি আফ্রিকান দেশগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কৃষি শিল্প খাতে সবচেয়ে বেশি জনশক্তি নিয়োজিত এবং অধিকাংশ আফ্রিকানদের জীবিকা কৃষি-নির্ভর। কিন্তু উন্নত দেশের কৃষি ভরতুকি নীতি আফ্রিকান কৃষিকে ধ্বংস করে দিয়েছে। সেইজন্য আফ্রিকান দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ হয়ে সম স্বরে উন্নত দেশগুলোর কৃষি ভরতুকির বিরুদ্ধে প্রতিবাদ জানানো।
পোহাম্বা একই দিন তাঁর তিনদিনব্যাপী জিম্বাবুয়ে সফর শেষ করেছেন। গত মার্চ মাসে নামিবিয়ার নয়া প্রেসিডেণ্ট হওয়ার পর এটি তাঁর দ্বিতীয় জিম্বাবুয়ে সফর।
|