জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৪ আগস্ট মধ্য-প্রাচ্য পরিস্থিতি নিয়ে সম্মেলন আয়োজন করেছে এবং একটি চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছে। তাতে ইস্রাইল ও ফিলিস্তিন যে এক তরফা তত্পরতার বাস্তবায়নের নিশ্চয়তা বিধান করেছে, তার প্রশংসা করা হয়েছে।
বিবৃতিতে দু'পক্ষ সহযোগিতার মনোভাব বজায় রেখে একটি স্বাধীন, গণতান্ত্রিক, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান দান হালুজ একই দিনে জর্দান নদীর পশ্চিম তীরের ইহুদ বসতি হোমেশে বলেছেন, ইস্রাইল সেপ্টেম্বের শেষ নাগাদ গাজা অঞ্চল থেকে সম্পর্ণভাবে সরে যাবে।
অন্য খবরে জানা গেছে, ইস্রাইলের কর্মকর্তা ২৪ আগস্ট বলেছেন, ইস্রাইল ও মিশর গাজা অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে।
|