মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৪ আগস্ট আইদাহ অঙ্গরাজ্যেবলেছেন , তার কার্যমেয়াদে ইরাক যুদ্ধ সমস্যা সম্পর্কিত নীতি সহ যুক্তরাষ্ট্রেরসন্ত্রাস দমন নীতি অপরিবর্তিত থাকবে ।
তিনি বলেছেন , যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইরাক আর অফগানিস্তানে তার কাজকর্ম চালাতে থাকবে । কারণ যদি যুক্তরাষ্ট্র এখুনি ইরাক বা গোটা মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার করে তাহলে সন্ত্রাসীরা দুঃসাহস করে সেখানে সন্ত্রাসী ঘাঁটি স্থাপন করতে পারে ।
অন্য এক খবরে প্রকাশ , এক নতুনতম তদন্ত থেকে জানা গেছে , ৪০ শতাংশ মার্কিনী বুশকে সমর্থন করেন । আগের এক মাসের চেয়ে এই হার ৫ শতাংশ কমেছে । মার্কিনীদের যুদ্ধ বিরোধী চাপ প্রশমনেরজন্যে বুশ উক্ত ভাষণ দিয়েছে ।
|