উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়েরএকজন মুখপাত্র ২৪ আগষ্ট পিংইয়ংয়ে নিন্দা করেছে যে , যুক্তরাষ্ট্র দক্ষিণ -কোরিয়ার সঙ্গে যে যৌথ সামরিক মহড়া চালায় তা নিজের প্রতিশ্রুতি লংঘনকারী তত্পরতা । তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন , যুক্তরাষ্ট্রের এই তত্পরতার কারণে উত্তর কোরিয়া তার সঙ্গে সংলাপ করার অধিষ্ঠান পরিবর্তন করতে পারে ।
মুখপাত্রটি বলেছেন , যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার লক্ষ্য হল উত্তর কোরিয়া । তাই উত্তর কোরিয়া এর প্রতি বিশেষ নজর না দিয়ে পারে না । যদি যুক্তরাষ্ট্র সংলাপের অজুহাত দেখায় তাহলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সংলাপ করার অধিষ্ঠান পরিবর্তন করবে ।
একই দিন উত্তর কোরিয়ার ওয়ার্কাস পার্টির মুখপত্র রোদোং সিনম্বোন পত্রিকার এক সম্পাদকীয় প্রবন্ধে ২২ আগষ্ট শুরু হওয়া মার্কিন-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা করা হয়েছে ।
|