হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান প্রশাসক জেং ইন ছুয়েন ২৪ আগস্ট বলেছেন, মূল-ভূখন্ড ও হংকংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়নের প্রধান কারণ হলো সুবিধাজনক "এক দেশ, দুই সমাজ-ব্যবস্থা" পালন করা, তাতে পারস্পরিক উপকারিতা বাস্তবায়িত হবে।
হংকংয়ের বিদেশী সংবাদদাতা ক্লাব আয়োজিত মধ্যাহৃ-ভোজের সময়ে জেং ইন ছুয়েন এই কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, হংকংয়ের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে খোলাখুলি, আন্তরিক, সুসংবদ্ধ ও গভীর সম্পর্ক বজায় রাখতে হবে। আরো ঘনিষ্ঠ সম্পর্কের উন্নয়ন মানে এক দেশ দুই সমাজ-ব্যবস্থার নীতির বিরোধীতা নয়, বরং এ ব্যবস্থার সুবিধা ভোগ করা যা
|